অগ্ন্যুৎপাতের সময় বজ্রবিদ্যুৎ এর কারণ
আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় গলিত ম্যাগমার( MAGMA) সাথে সাথে ছাইএর আকারে অনেক কণা বেড়িয়ে আসে। ওই চূড়াসদৃশ ছাইএর মধ্যে কোটি কোটি কনা একে অপরের সঙ্গে সংঘর্ষ এবং ঘর্ষণে তড়িৎ উৎপাদন করে। তখন এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়।
ক্ষিপ্র বেগে তখন ভিন্ন ভিন্ন তড়িৎযুক্ত কণাগুলি সেখানে একটা তড়িৎক্ষেত্র তৈরী করে। কোথাও পজিটিভ তড়িৎক্ষেত্র তৈরী হয় তো বা কোথাও নেগেটিভ ফিল্ড। আর সুত্র অনুযায়ী যখন এই ধরণের দুই বিপরীত তড়িৎক্ষেত্র গড়ে ওঠে তখন তাদের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় যা আমরা বজ্রবিদ্যুৎ এর আকারে দেখে থাকি।
এই প্রকারের বজ্রবিদ্যুৎ খুবই পাওয়ারফুল হয়ে থাকে–১০ মিলিয়ন ভোল্ট( MILLION VOLT) থেকে বিলিয়ন( BILLION) ভোল্ট। অগ্ন্যুৎপাতের বজ্রবিদ্যুৎ এর কারণ শুধুমাত্র ছাইএর ঘর্ষণ নয়, এর সাথে বরফকণাও থাকতে পারে। ম্যাগমা যখন প্রচন্ড বেগে বাইরে বেরিয়ে তখন তার সাথে জলও বেরিয়ে আসে। এই জল বায়ুর উপরের স্তরে এসে ঘনীভূত হয়ে বরফকণার রূপ নেয় এবং পারস্পরিক সংঘর্ষে তড়িৎগ্রস্থ হয়ে পড়ে। এইভাবেই আগ্নেয়গিরিতেও বজ্রবিদ্যুৎ এর উৎপত্তি ঘটে।
কেবলমাত্র ম্যাগমা মিশ্রিত জল নয়, আাগ্নেয়গিরির উপরেও জল সঞ্চিত থাকে হ্রদ রূপে। সেইজলও উপরে উঠে বরফকণায় পরিণত হয় এবং বিদ্যুৎক্ষেত্র তৈরী করে।
ধন্যবাদ।