মৌ-প্রজাপতি বা Atlas Moth :
মথের ডানার উপরভাগের দিকটা অনেকটা সাপের মত দেখতে হওয়ায় হংকংয়ে একে সর্প প্রজাপতি বলা হয়। মথের ডানার দৈঘ্য প্রায় ২৪ সে.মি পর্যন্ত হয়। মথের ডানায় বাদামী, খয়েরী, বেগুনী, লাল, হলুদ, সাদা, কালো রঙের সংমিশ্রণ থাকে। এদের ডানার তুলনায় দেহ তূলনামূলক ছোট আকৃতির। প্রাপ্তবয়স্ক মথের মুখ পুরোপুরি গঠিত না হওয়ায় এরা খেতে পারেনা এবং লার্ভা দশায় মজুদ করা চর্বির উপর নির্ভর করে বেঁচে থাকে। এরা মাত্র এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত বাঁচে। এদের দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ও ট্রপিক্যাল বনাঞ্চলে পাওয়া যায়।
- নিশাত তাসনিম