Drain fly বা Bathroom moth fly নামে পরিচিত এরা প্রায় ৩ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হয়। এদের দেহ ও ডানা পুরু লোমের আস্তরণ দিয়ে ঢাকা থাকে। বাথরুম, নর্দমা, গাছের টব, জলাভূমি, ছায়াযুক্ত স্থানে এই প্রজাতিগুলি পাওয়া যায়। প্রাপ্তবয়স্করা পানি ও ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। তারা জীবনের বেশিরভাগ সময় দেয়ালে স্থির হয়ে বসে থাকে। দুর্বল হওয়ায় এরা খুব কম চলাচল করে৷
বাথরুমে যেসব ড্রেইন ফ্লাই পাওয়া যায় তাদের বৈজ্ঞানিক নাম : Clogmia albipunctatus। এরা সাধারণ কোনো রোগ বহন করেনা।