Golden Tortoise Beetle :
সোনালী রঙের জন্যই মূলত এরা বিখ্যাত। এদের কিছু প্রজাতির দেহের রঙ ক্রমবিকাশ, প্রজননের সাথে সাথে পরিবর্তন হতে পারে। আবার এরা কোনোভাবে বিরক্ত অনুভব করলেও চকচলে সোনালী রঙ থেকে লালচে বাদামী রঙ ধরাণ করতে পারে। প্রাপ্তবয়স্ক গোল্ডেন টরটয়েজ বিটল প্রায় ৫-৭ মি.মি পর্যন্ত হয়। এরা Insecta শ্রেণীর অন্তর্ভুক্ত, অন্যদিকে কচ্ছপ Reptilia শ্রেণীর। এদের মাঝে কোনো যোগসূত্র নেই।