দশ কথার এক কথা, মূল কারণ পদার্থবিজ্ঞান ও আপেক্ষিকতা। প্রশ্নটির উত্তর কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। চলুন আলোচনা করা যাক :
▪️ সিলিন্ডার উত্তোলন করার সময় মানুষের দেহের সংস্পর্শে থাকা পৃষ্ঠের ক্ষেত্রটি খুব ছোট হওয়ায় হাতের তালু ও বাহুতে ব্যথা অনুভূতি বেশি হয়। পাশাপাশি সিলিন্ডার এর ওজন বাস্তব ওজনের চেয়ে বেশি মনে হয়। কোন তরুণীকে উত্তোলন করার সময় আপনি যেভাবে দুই হাত ব্যবহার করেন, একইভাবে সিলিন্ডার তুলার সময় দুই হাত ব্যবহার করলে ওজন তুলনামূলক কম অনুভূত হবে। সহজভাবে বলতে গেলে তরুণীর ওজন ছড়িয়ে পড়ে তরুণের বুকে ও দুই কাঁধে। অন্যদিকে, গ্যাস সিলিন্ডারের ৩০ কেজি ওজন কেবল তরুণের হাতই বহন করে।
▪️ ভরকেন্দ্র : কোন বস্তুর ভরকেন্দ্র বা Center Of Mass বলতে বুঝায় এমন একটি বিন্দু যেখানে বস্তুর সমস্ত ভর একীভূত থাকে বা এমন একটি বিন্দু যার আশেপাশে বস্তুর ভর সকল দিকে সমানভাবে বন্টিত থাকে। প্রত্যেক বস্তুরই ভরকেন্দ্র আছে। মানবদেহের ভরকেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত নয়। মানুষের ভর দেহের পুরোটা জুড়ে সমানভাবে বিস্তৃত থাকে। মানবদেহের ভরকেন্দ্র নির্ভর করে লিঙ্গ, দেহভঙ্গি ও অঙ্গপ্রত্যঙ্গের অবস্থানের উপর। অন্যদিকে, অভিন্ন ঘনত্বের কোন কঠিন বস্তুর ভরকেন্দ্র এর জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ, সিলিন্ডারের মতো বস্তুর ক্ষেত্রে ভর সমানভাবে বিস্তৃত থাকে না। তরুণীকে যখন তরুণ দুই হাতে তুলে নেয় তখন তরুণীর ভর ক্রিয়া করে তার দুই হাত, বাহু ও পায়ের উপর। ভরকেন্দ্র নির্ভর করে কোন পজিশনে তরুণীকে তুলা হয়েছে তার উপর। অন্যদিকে তরুণ যখন গ্যাস সিলিন্ডার তুলে নেয় তখন ভরকেন্দ্র থাকে নিয়ন্ত্রণের বাইরে এবং ভর ক্রিয়া করে সরাসরি দুই হাত ও বাহুর উপর। তাই সিলিন্ডার তুলতে কষ্ট হয়।
▪️ দৈনন্দিন কথাবার্তায় চাপ, বল শব্দ আমরা নানাক্ষেত্রে ব্যবহার করি। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। মনে করি, A ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল F। তাহলে, চাপ = বল/ক্ষেত্রফল।
অর্থাৎ, P = F/A। বুঝা যাচ্ছে, কতটুকু জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে তার উপরে চাপ নির্ভর করে। বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেড়ে যায়। ৪০-৫০ কেজি ওজনের তরুণীকে তুলার প্রক্রিয়ায় জড়িত ক্ষেত্রফল সিলিন্ডারের তুলনায় বেশি। এখন আপনি যদি সিলিন্ডারকে নরম কম্বল দিয়ে মুড়িয়ে তরুণীকে উত্তোলন করার মতো করে উঠানো হয় তাহলে কষ্ট কম হবে, এর কারণ হচ্ছে ক্ষেত্রফল। ঠিক একইভাবে ৫০ কেজি চালের বস্তার কথা ভাবুন। চালের বস্তা দড়ি দিয়ে বেঁধে দুই হাত দিয়ে তুলা সহজ হবে নাকি পিঠে বহন করা সহজ হবে? উত্তর : পিঠে, শ্রমিকদের আমরা পিঠে চালের বস্তা বহন করতে দেখি। এক্ষেত্রে চালের বস্তা বহনের জন্য জড়িত ক্ষেত্রফল বেশি, চাপ কম, ব্যথার অনুভূতিও কম। সাইন্স বী
▪️ তরুণ যখন তরুণীকে উত্তোলন করে তখন তরুণী দুই হাত তরুণের ঘাড়ে বেষ্টন করে রাখে যার জন্য তরুণ সহজেই দেহের ভারসাম্য বজায় রাখতে পারেন। সিলিন্ডার তুলার ক্ষেত্রে সেটি হয়না। সিলিন্ডার তুলার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল পন্থা অবলম্বন করি। কোন বস্তু দেহ থেকে যত দূরে অবস্থান করবে সেই বস্তু তুলে উঠানো তত কঠিন মনে হবে। সিলিন্ডার যদি আমরা দেহ থেকে দূরে না রেখে বরং কাছে রাখি এবং তুলার ক্ষেত্রে পিঠ না ঝুকিয়ে হাঁটু ঝুকিয়ে তুলার চেষ্টা করি তাহলে বিষয়টি সহজ হবে। সিলিন্ডার ডেলিভারি করা পুরুষদের দেখলে বুঝা যায় তারা সিলিন্ডার তুলার জন্য পিঠ ও পায়ের শক্তি ব্যবহার করেন। এবং সিলিন্ডারকে তারা রীতিমতো কাঁধে ঝুলিয়ে বহন করেন। এই প্রক্রিয়ায় তারা পায়ের শক্তি ও দেহের সমগ্র মাংসপেশী ব্যবহার করেন যার ফলে তাদের কাজ তুলনামূলক সহজ।
তাছাড়াও : Interest In Work Matters.....
- নিশাত তাসনিম (সায়েন্স বী)