৫৫ কেজি ওজনের তরুণী উত্তোলন করা একজন তরুণের কাছে মামুলি ব্যাপার। কিন্তু একই তরুণের কোমর বাঁকা হয়ে যায় যখন মা ৩০ কেজি ওজনের একটা গ্যাস সিলিন্ডার উঠিয়ে রান্নাঘরে আনতে বলে। কিন্তু কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
7,975 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

দশ কথার এক কথা, মূল কারণ পদার্থবিজ্ঞান ও আপেক্ষিকতা। প্রশ্নটির উত্তর কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। চলুন আলোচনা করা যাক :

▪️ সিলিন্ডার উত্তোলন করার সময় মানুষের দেহের সংস্পর্শে থাকা পৃষ্ঠের ক্ষেত্রটি খুব ছোট হওয়ায় হাতের তালু ও বাহুতে ব্যথা অনুভূতি বেশি হয়। পাশাপাশি সিলিন্ডার এর ওজন বাস্তব ওজনের চেয়ে বেশি মনে হয়। কোন তরুণীকে উত্তোলন করার সময় আপনি যেভাবে দুই হাত ব্যবহার করেন, একইভাবে সিলিন্ডার তুলার সময় দুই হাত ব্যবহার করলে ওজন তুলনামূলক কম অনুভূত হবে। সহজভাবে বলতে গেলে তরুণীর ওজন ছড়িয়ে পড়ে তরুণের বুকে ও দুই কাঁধে। অন্যদিকে, গ্যাস সিলিন্ডারের ৩০ কেজি ওজন কেবল তরুণের হাতই বহন করে।

▪️  ভরকেন্দ্র : কোন বস্তুর ভরকেন্দ্র বা Center Of Mass বলতে বুঝায় এমন একটি বিন্দু যেখানে বস্তুর সমস্ত ভর একীভূত থাকে বা এমন একটি বিন্দু যার আশেপাশে বস্তুর ভর সকল দিকে সমানভাবে বন্টিত থাকে। প্রত্যেক বস্তুরই ভরকেন্দ্র আছে। মানবদেহের ভরকেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত নয়। মানুষের ভর দেহের পুরোটা জুড়ে সমানভাবে বিস্তৃত থাকে। মানবদেহের ভরকেন্দ্র নির্ভর করে লিঙ্গ, দেহভঙ্গি ও অঙ্গপ্রত্যঙ্গের অবস্থানের উপর। অন্যদিকে, অভিন্ন ঘনত্বের কোন কঠিন বস্তুর ভরকেন্দ্র এর জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ, সিলিন্ডারের মতো বস্তুর ক্ষেত্রে ভর সমানভাবে বিস্তৃত থাকে না। তরুণীকে যখন তরুণ দুই হাতে তুলে নেয় তখন তরুণীর ভর ক্রিয়া করে তার দুই হাত, বাহু ও পায়ের উপর। ভরকেন্দ্র নির্ভর করে কোন পজিশনে তরুণীকে তুলা হয়েছে তার উপর। অন্যদিকে তরুণ যখন গ্যাস সিলিন্ডার তুলে নেয় তখন ভরকেন্দ্র থাকে নিয়ন্ত্রণের বাইরে এবং ভর ক্রিয়া করে সরাসরি দুই হাত ও বাহুর উপর। তাই সিলিন্ডার তুলতে কষ্ট হয়।

▪️  দৈনন্দিন কথাবার্তায় চাপ, বল শব্দ আমরা নানাক্ষেত্রে ব্যবহার করি। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। মনে করি, A ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল F। তাহলে, চাপ = বল/ক্ষেত্রফল।
অর্থাৎ, P = F/A। বুঝা যাচ্ছে, কতটুকু জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে তার উপরে চাপ নির্ভর করে। বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেড়ে যায়। ৪০-৫০ কেজি ওজনের তরুণীকে তুলার প্রক্রিয়ায় জড়িত ক্ষেত্রফল সিলিন্ডারের তুলনায় বেশি। এখন আপনি যদি সিলিন্ডারকে নরম কম্বল দিয়ে মুড়িয়ে তরুণীকে উত্তোলন করার মতো করে উঠানো হয় তাহলে কষ্ট কম হবে, এর কারণ হচ্ছে ক্ষেত্রফল। ঠিক একইভাবে ৫০ কেজি চালের বস্তার কথা ভাবুন। চালের বস্তা দড়ি দিয়ে বেঁধে দুই হাত দিয়ে তুলা সহজ হবে নাকি পিঠে বহন করা সহজ হবে? উত্তর : পিঠে, শ্রমিকদের আমরা পিঠে চালের বস্তা বহন করতে দেখি। এক্ষেত্রে চালের বস্তা বহনের জন্য জড়িত ক্ষেত্রফল বেশি, চাপ কম, ব্যথার অনুভূতিও কম। সাইন্স বী

▪️  তরুণ যখন তরুণীকে উত্তোলন করে তখন তরুণী দুই হাত তরুণের ঘাড়ে বেষ্টন করে রাখে যার জন্য তরুণ সহজেই দেহের ভারসাম্য বজায় রাখতে পারেন। সিলিন্ডার তুলার ক্ষেত্রে সেটি হয়না। সিলিন্ডার তুলার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল পন্থা অবলম্বন করি। কোন বস্তু দেহ থেকে যত দূরে অবস্থান করবে সেই বস্তু তুলে উঠানো তত কঠিন মনে হবে। সিলিন্ডার যদি আমরা দেহ থেকে দূরে না রেখে বরং কাছে রাখি এবং তুলার ক্ষেত্রে পিঠ না ঝুকিয়ে হাঁটু ঝুকিয়ে তুলার চেষ্টা করি তাহলে বিষয়টি সহজ হবে। সিলিন্ডার ডেলিভারি করা পুরুষদের দেখলে বুঝা যায় তারা সিলিন্ডার তুলার জন্য পিঠ ও পায়ের শক্তি ব্যবহার করেন। এবং সিলিন্ডারকে তারা রীতিমতো কাঁধে ঝুলিয়ে বহন করেন। এই প্রক্রিয়ায় তারা পায়ের শক্তি ও দেহের সমগ্র মাংসপেশী ব্যবহার করেন যার ফলে তাদের কাজ তুলনামূলক সহজ।

তাছাড়াও : Interest In Work Matters.....

- নিশাত তাসনিম (সায়েন্স বী)

0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
এর আসল কারন ভারকেন্দ্র ও ভরকেন্দ্র।সিলিন্ডারের ভারকেন্দ্র নির্দিষ্ট পয়েন্ট এ থাকলেও এর ভিতরে গ্যাস থাকার কারনে এর ভরকেন্দ্র বার বার পরিবর্তিত হয় ,ফলে এর একদিকে ধরলে অন্যদিক ভারী হয়ে যাবার সম্ভাবনা থাকে।তাই এটি উঠানো অনেক কষ্টসাধ্য। অপরদিকে মানুষ দবি-অরীয় প্রতিসম হওয়াতে এর শরীতের ২ পাশেই সমান ওজন থাকে,তাই ভরকেন্দ্র ও ভারকেন্দ্র ২ দিকেই সমানভাবে বিস্তৃত থাকে।তাই একজন মানুষকে উঠানো অনেক সহজ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 410 বার দেখা হয়েছে
0 টি ভোট
5 টি উত্তর 8,797 বার দেখা হয়েছে

10,776 টি প্রশ্ন

18,477 টি উত্তর

4,744 টি মন্তব্য

281,592 জন সদস্য

47 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 44 জন গেস্ট অনলাইনে
  1. GrohanuMax

    700 পয়েন্ট

  2. Md Sumon Islam

    120 পয়েন্ট

  3. H.I Srijon

    110 পয়েন্ট

  4. saleh

    110 পয়েন্ট

  5. Fantasygems.dev

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং শক্তি উপকারিতা লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত বাংলাদেশ কান্না আম হরমোন
...