Mobin Sikder-
আমাদের প্রায় সবাই জানি তার অথবা চার্জারের তারের ভুমিকা, কিন্তু কিছু তারের শেষের দিকে পিকচারের মতো এমন বীড (সিলিন্ডার আকৃতির বস্তু) দেখতে পাই, কখনোই কী জেনেছি আসলে এটার কাজ কী?
শুধুমাত্র যে চার্জিং ক্যাবলে তা নয়, মাউস, কিবোর্ডের তারগুলোতেও এমন বীড দেখা যায়, এগুলোর নাম ফেরাইট বীড, সংক্ষেপে চৌক( Choke) বলে। ফেরাইট নাম দ্বারাই বুঝা যাচ্ছে এর সাথে চুম্বকের কোন সম্পর্ক রয়েছে, ঠিক তাই।
মূলত এটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাউন্সার হিসেবে কাজ করে যার মধ্যে তেমন কিছুই নেই শুধু চুম্বক পদার্থ ছাড়া, তাহলে যখন তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স তৈরি করে।
আপনার গেজেটটি যেমন ক্যামেরা নিজেও ইন্টারফেয়ারেন্স তৈরি করে, তাহলে বীড যদি না থাকে তাহলে ক্যামেরাটিকে যদি মনিটরের সাথে সংযুক্ত করা হয় তাহলে সেটি ঝাঁকুনি দিয়ে উঠবে এবং দুই গ্যাজেটেরই মারাত্মক ক্ষতি সাধন হতে পারে।
বীড এটা নিশ্চিত করে EMI কে নির্দিষ্ট ডিরেকশনে পাঠানো এবং EMI blocker হিসেবে কাজ করে গ্যাজেটের EMI মৃদু রাখতে , বেশিরভাগ BLOCK গুলো তারের শেষ মাথায় হয়ে থাকে বলে choke বা বীড তারের শেষপ্রান্তে রাখা হয়।
আশা করি সিম্পলের মধ্যে শেষ করতে পেরেছি, তবে এখানে অনেকগুলো টার্ম যেমন ইন্টারফেয়ারেন্স যদি আগে থেকেই স্বচ্ছ ধারণা না থাকে তাহলে ঠিকভাবে এই বীডের কার্যাবলি বুঝা যাবে না।
তবে এতোটুকু বুঝা গেছে এটি কোন কমপ্লেক্স কিছু না, বরং ভেতরে শুধুমাত্র মোটরের ভেতরের মতো চুম্বক পদার্থ।