ক্লোরিন গ্যাস পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস এসিড তৈরি করে। এই হাইপোক্লোরাস এসিড ভেঙে হাইড্রোক্লোরিক এসিড তৈরি করে। এই এসিড ক্ষতিকর। তবে পানিতে থাকার কারনে এটা লঘু হবে। কিন্তু তারপরও এই এসিডের ক্ষতি করার ক্ষমতা থাকবে। তাই ক্লোরিন মিশ্রিত পানি ব্যবহার করলে ত্বকেরর ক্ষতি হতে পারে।