রাশিক আজমাইন : তথ্য ও পরিভাষায় ভুল আছে ৷ কর্ণফুলী নদী খরস্রোতা কিন্তু পদ্মা স্রোতস্বিনী ৷ খরস্রোতা মানে প্রবল স্রোত বিশিষ্ট আর স্রোতস্বিনী মানে বিপুল পরিমাণ পানির প্রবাহ এবং ভরা মৌসুমে স্রোতের বেগ বেড়ে যায় ৷ আমাজন নদী পৃথিবীর সবচেয়ে স্রোতস্বিনী নদী মানে এই নদী দিয়ে সর্বাধিক পরিমাণ পানি প্রবাহিত হয় ৷ দ্বিতীয় অবস্থানে আফ্রিকার কঙ্গো নদী ৷ তৃতীয় অবস্থানে পদ্মা থাকলেও সে একা নয় কারণ পদ্মা নাম বাংলাদেশে হলেও তার জন্ম তো বাংলাদেশে হয়নি ৷ তাই তৃতীয় অবস্থানে গঙ্গা ও পদ্মার মিলিত প্রবাহ, নদী একটাই দুই দেশে দুই নাম ৷ ইয়ার্লুং সাংপো (চীন)-দিহাং নদী (অরুণাচল প্রদেশ)-লুইত নদী (আসাম)-ব্রহ্মপুত্র নদ (আসাম-মেঘালয়)-যমুনা (বাংলাদেশ) আছে ৯ নম্বরে ৷ নদী একটাই, একেক জায়গায় একেক নাম ৷