যেসকল দেশে দিন রাতের সময়ের সমস্যা তাদের জন্য বিজ্ঞ আলেমরা নিম্নোক্ত বিধান দিয়েছেন।
১. নিজেরা সময় ঠিক করে নামাজ-রোজা পালন করবে।
২. মক্কা ও মদিনার সময় অনুযায়ী তারা নামাজ রোজা পালন করবে।
৩. তাদের পাশের দেশে যেখানে দিন-রাতের হিসাব সঠিকভাবে করা যায়, তাদের মতো করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঈদের নামাজ, ইফতার, সাহরি, তারাবির নামাজ ইত্যাদি পালন করবে। ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, উত্তর মেরু ও দক্ষিণ মেরুর লোকজন মক্কা-মদিনা অথবা পার্শ্ববর্তী দেশ অনুযায়ী নামাজ-রোজা পালন করবে, ঈদের নামাজ পড়বে এবং অন্য ইবাদত করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)ও এ অভিমত পোষণ করেছেন। মহানবী (সা.) বলেন, দাজ্জালের সময়কাল হবে ৪০ দিন। এ ৪০ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিন হবে এক মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, অবশিষ্ট ৩৭ দিন হবে আমাদের দিনের মতো। তখন হিসাব করে নামাজ-রোজা পালন করবে। বিজ্ঞ আলেমদের মতে, চাঁদের দেশ ও মঙ্গল গ্রহেও সময় হিসাব করে নামাজ-রোজা পালন করবে। কোনো অবস্থায়ই নামাজ-রোজা ছাড়া যাবে না।
সংগ্রহ : কালের কন্ঠ