মানুষের চুল সাধারণত কেরাটিন দিয়ে তৈরি। এটি এক ধরনের প্রোটিন যার পূর্ণাঙ্গ কাঠামো আছে। এমন গুজব প্রচলিত আছে যে, চুল খেয়ে ফেললে তা আজীবন পেটে থেকে যায়৷ অল্প পরিমাণে চুল খাওয়ার সাথে ভুল করে খেয়ে ফেললে কোন সমস্যা নেই, স্বাভাবিক প্রক্রিয়ায় waste product এর সাথে চুল বের হয়ে যাবে। কিন্তু এমনও মানুষ আছেন যাদের চুল খাওয়ার অভ্যাস আছে। একে বলে trichophagia। এটি এক ধরনের অখাদ্য খাওয়ার রোগ বা পাইকা ডিজঅর্ডার। এই রোগে আক্রান্ত মানুষ অতিরিক্ত চুল খাওয়ার ফলে বদহজম, পেটে পিড়া হয়। তাদের পেট ও পাকস্তলি থেকেও চুলের বল বা trichobezoars পাওয়া যায়। অনেক সময় চুলের দলা বা বল বের করতে সার্জারিও করতে হয়৷
- নিশাত তাসনিম