'ইন্টারনেট’ শব্দটির সাথে আমরা কম-বেশি সকলেই পরিচিত! এমনকি যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তাদের একটি বড়ো অংশও এই শব্দটির সাথে পরিচিত। বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০২০-২১ সালের করোনা প্রকোপকালীন পরিস্থিতি আমাদেরকে ইন্টারনেটের ওপর অনেক বেশি নির্ভরশীল করে ফেলেছে! যোগাযোগ থেকে কাজকর্ম-সহ সবকিছুই এখন অনলাইনেই করা সম্ভব হচ্ছে।
কিন্তু যদি হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়, তবে কী ঘটবে? কখনো কি ভেবে দেখেছেন? মনে করুন, সকালে ঘুম থেকে উঠে দেখছেন আপনার মোবাইলে ইন্টারনেট চলছে না! তারপর আপনি আপনার বন্ধুকে ফোন করে জানলেন তার মোবাইলেও ইন্টারনেট চলে না! এমনকি পৃথিবীর কেউই ইন্টারনেট ব্যবহার করতে পারছে না! হঠাৎ করেই যদি ইন্টারনেট ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যায়, তবে কী ঘটবে? আসুন জেনে নিই।
১। যোগাযোগব্যবস্থা বলতে গেলে ভেঙেই পড়বে! আমরা বর্তমানে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কিংবা অফিসের সহকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, স্কাইপ ইত্যাদি ইন্টারনেটভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে থাকি! কিন্তু ইন্টারনেট না থাকলে তো এসব কিছুই ব্যবহার করা যাবে না! তখন ফিরে যেতে হবে মোবাইল ফোন, টেলিফোন কিংবা ডাকবাক্সে! এছাড়াও, অনলাইনে জুম, গুগল মিট ইত্যাদি ক্লাউড মিটিং সফটওয়্যারের মাধ্যমে অনেক বহুজাতিক কোম্পানির মিটিংগুলো সম্পন্ন হয়ে থাকে। ইন্টারনেট না থাকলে মিটিংয়ের জন্য অফলাইনই ভরসা!
২। ব্যাংকিং ব্যবস্থায় বড়ো ধরনের ঝামেলার সৃষ্টি হবে। বর্তমানে গ্রাহকদের তথ্য এবং লেনদেন-সহ প্রায় সব ধরনের তথ্যই ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড স্টোরেজে রাখা হয়। কিন্তু ইন্টারনেট না থাকলে এবং ক্লাউড স্টোরেজ আর কাজ করবে না, ফলে ব্যাংকগুলো তথ্য সংকটে পড়বে। ব্যাংকে জমা রাখা আপনার টাকাগুলো ফেরত পাওয়াও আপনার পক্ষে জটিল হয়ে পড়বে!
৩। প্রথম পয়েন্টে আলোচনা করা হয়েছিল যে, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের সফটওয়্যারগুলো কাজ করা বন্ধ করে দিলে মানুষ ফোন কল ব্যবহার করতে শুরু করবে! কিন্তু একদিনেই হঠাৎ করেই মোবাইল কোম্পানিগুলো কি এত চাপ সহ্য করতে পারবে? এত চাপ নিতে না পেরে টাওয়ারগুলোও কাজ করা বন্ধ করে দিতে পারে!
৪। গুগল, অ্যামাজন, আলিবাবা-র মতো অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাজ স্থবির হয়ে পড়বে! মুহূর্তেই ধস নামবে তাদের আয়ে!
সর্বোপরি, মানুষের জীবনের গতিপথ হুট করেই পালটে যাবে। ইন্টারনেট আসক্ত ব্যক্তিরা হয়তোবা ইন্টারনেট ব্যবহার করতে না পেরে পাগল হয়ে যেতে পারে! অনলাইন ভিডিয়ো গেইমে আসক্ত এবং টিকটকারদের কী হবে?
তবে, সারা বিশ্বে একসাথে ইন্টারনেট বন্ধ হওয়া একেবারেই অসম্ভব! বড়োজোর, কোনো সরকার চাইলে তার দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে পারে! কিন্তু কখনোই সারা বিশ্ব একসাথে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে পারবে না।
লিখেছেন: হায়াত মোহাম্মাদ ইমরান আরাফাত | Team Science Bee