ব্যাটারী ধীরে ধীরে দূর্বল হয়ে যাবে।
একসময় দেখা যাবে চার্জ দীর্ঘ সময় টেকসই হচ্ছে না।
আসল ব্যাপার হচ্ছে, চারদিকে চায়না প্রোডাক্টসের সয়লাব তারা সস্তা দামে এসব ইলেক্ট্রনিক পন্য বাজারে সরবরাহ করে ফলে খুবই নিন্মমানের সার্কিট এবং পার্টস ব্যবহার করে যা বৈদ্যুতিক ভোল্টেজ আপ/ডাউনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নয়।
আসলে নিয়মটা এ রকম;
নির্ভরযোগ্য সূত্র মত, চার্জার ফ্যান বা লাইট কেনার পর একনাগাড়ে বার থেকে ষোল ঘণ্টা চার্জ দিয়ে তারপর ব্যবহার করতে হবে।
তবে এরপর থেকে চার্জ শেষ হয়ে গেলে দুই থেকে তিন ঘণ্টা চার্জ দিলেই চলবে।
ধন্যবাদ।