ব্যাটারির সাহায্যে যদি একটি ফ্যান আমরা চালাই তাহলে ধিরে চালালে যতটুক এনার্জি খরচ হবে দ্রুত চলালে তার চেয়ে বেশি এনার্জি খরচ হবে।যেহেতু ব্যাটারি দিয়ে চালানোর কথা বলা হয়েছে তাই এমনটা ঘটবে আর যদি বিদ্যুৎ এর সাহায্যে চালানো হতো তাহলে ধিরে চালালে যে পরিমাণ এনার্জি খরচ হবে দ্রুত চালালেও সেই একই পরিমাণ এনার্জি খরচ হবে। আমি নিজেও অনেকবার ব্যাটারির সাহায্যে ফ্যান চালিয়েছি তাই বলা যায় এটি আমার কাছে পরিক্ষিত।উদাহরণ হিসেবে বলা যেতে পারে যখন ব্যাটারির এনার্জি কমে যেতে থাকে তখন ফ্যানের ঘূর্ণায়মান গতিশক্তিও ধিরে ধিরে কমতে থাকে।