সম্পূর্ণ বিবর্তন তত্ত্বের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝার বিষয়টি হলো মানব বিবর্তনের এই অংশটি। মানুষের বিবর্তন নিয়ে একাডেমিয়ায় নানান বিতর্ক বিদ্যমান সেসব নিয়ে পরে কখনো বলা যাবে।
মূল কথায় আসি। বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষের গোত্র Homo এবং শিম্পাঞ্জির গোত্র Pan সহ অন্যান্য গোত্রগুলো যাদের সাথে মানুষ এবং শিম্পাঞ্জির জেনেটিক, হমোলজিক্যাল ( অঙ্গসাংস্থানিক) মরফোলজিক্যাল ( ফেনোটাইপ) সাদৃশ্য রয়েছে, এদের কে একক বর্গ Primate এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এটা ধরে নেয়া হয় এই বর্গে থাকা গোত্র গুলো একক সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভুত। অর্থাৎ এসকল জীবের গোত্র পেছনের দিকে ট্রেস করলে আমরা একজন আদিপিতা কে পেতে পারি, যার থেকে এরা সবাই বিবর্তিত হয়ে এসেছে। এই হিসেবে এটা বলা হয়, লিভিং সিস্টেমের প্রতিটি জীব একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত, এবং যেহেতু মানুষ, শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের নানাবিধ সিমিলারিটি বা সাদৃশ্য বিদ্যমান, তাই এরা হলো একে অপরের আত্মীয়৷ বিবর্তনবাদের মূল কথা এটাই। কিছু অর্থে 'বানর থেকে মানুষ ' কথাটি সম্পূর্ণ ভুল নয় তবে এটা ততটাও সরল নয় যতটা আমরা ভাবি। আমাদের বিবর্তনটা সরল নয় এটাই হলো মূল কথা।
বানর থেকে মানুষ এসেছে এটা বলা এজন্য সামগ্রিক ভাবে ভুল নয় কারণ, প্যালিও এন্থ্রোপলজিস্ট বার্নাড উডের ( যাকে হিউম্যান অরিজিনের উপর একজন অথরিটি হিসেবে ধরা হয়) তার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বই 'Human Evolution: A very short Introduction এ তিনি উল্লেখ করেন, শিম্পাঞ্জি, মানুষের একক পূর্বপুরুষ প্রাইমেটদের মতোই। গবেষকদের মতে তা খুব সম্ভবত শিম্পাঞ্জির মতোই দেখতে। তো মুল বিষয় হলো বক্তব্যটি ভুল নয় তবে বিবর্তন সমান্তরালে ঘটেনা ফলে প্রতিটা বানর পরিবর্তিত হয়ে মানুষ হয়নি, বরং এদের একক পূর্বপুরুষ থেকে এক অংশ শিম্পাঞ্জিই রয়ে গেছে, বা উন্নত হয়েছে আর এক অংশ মানুষ হয়েছে। ( এটাই বিবর্তন তত্ত্বের ধারণা, ধারণা বলার কারণ হিউম্যান ইভোলিউশন নিয়ে একাডেমিয়ার বাকবিতন্ডা)