Nishat Tasnim
পৃথিবীতে মৌমাছি না থাকলে পরাগায়ন ঘটবে না। পরাগায়ন এর ৮০ শতাংশ এর বেশি করে মৌমাছি রা। বিশ্বের প্রায় ১০০ রকমের ফল ও ৯০ ভাগ ফসলের পরাগায়ন করে মৌমাছি। এরা না থাকলে ফসল বাঁচবেনা। আর পৃথিবীর সমস্ত জীব কোনো না কোনোভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। অর্থাৎ, পরাগায়ন না হলে ফল উৎপাদন কম হবে বা সম্ভব নয়। মৌমাছি যে হারে পরাগায়ন ঘটায় সে হারে অন্য কোনো পাখি বা বাহক পরাগায়ন ঘটাতে পারবে না। তাই মৌমাছি বিলুপ্ত হলে জীবকুলের ধ্বংস হওয়ার সম্ভবনা বেশি।