লিখেছেন: রাশিক আজমাইন
কে বলেছে চুল দাড়ি কাজে লাগে না ? মাথার চুল মস্তিষ্ককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে ৷ পুরুষের দাড়ি ও গোঁফ সৌন্দর্যের প্রতীক এবং মুখকে আঘাত থেকে সুরক্ষা দিতে ঢালের মতো কাজ করে ৷ বড় দাড়ি বেশি সুরক্ষা দেয় ৷ গায়ের হালকা লোম শীত থেকে রক্ষা করতে পারে না এটা সত্য কিন্তু চামড়া দিয়ে জীবাণু ঢুকতে চাইলে তাকে আটকায় ৷ বগলের লোম বিশেষ কিছু কাজের বুক ও হাতের ঘর্ষণ কমায় ৷ সহবাসের সময় চামড়ার ঘর্ষণ কমাতে কাজে লাগে শ্রোণীচক্রের (তলপেটের নিচের) লোম ৷ নাকের লোম ও সর্দি এবং কানের লোম ও খৈল যৌথভাবে রোগজীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয় ৷ চোখের ভ্রু ও পক্ষ্ম (আমাদের ভাষায় পাপড়ি) কপাল বেয়ে আসা ঘাম ও জীবাণু থেকে চোখকে রক্ষা করে ৷ চুল ও লোম কেন বিলুপ্ত হতে যাবে ! অার ব্যবহার না হলে সে অঙ্গ ছোট হয়ে যাবে এমন কথা ল্যামার্ক বলেছিলেন যা অনেক আগেই খণ্ডিত হয়েছে ৷ এখন এগুলো চলে না ৷