প্রথমত, অই পুকুরের ভৌগলিক পরিবেশ অন্যান্য সাধারণ পুকউর হতে কিছুটা ভিন্ন। কেননা সেখানকার পানিতে অক্সিজেন ব্যতীত অন্যান্য গ্যাসের ( মিথেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি) ঘনত্ব বেশি। অনেক বছর ধরে ঢাবির পুকুগুলির পানি চেইঞ্জ না করায় এতে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম থাকে,(Hydrophyte অনেক বেশি থাকে, বিশেষত শৈবাল) যে কারণে খুব দক্ষ সাঁতারু ও গভীরে গিয়ে সাঁতার কাটতে হাঁপিয়ে পরে এবং এক পর্যায়ে গিয়ে হার্ট ফেইলিওর অথবা হার্ত এট্যাক এর স্বীকার হয়। হওয়ার কম এমনকি নিজেকে সাতরে তীরে আনতে ব্যর্থ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পরে।