চলন্ত বাসে আপনার সাপেক্ষে আপনার বন্ধু যেমন স্থির তেমনি আপনার বা আপনার বন্ধুর সাপেক্ষে মশাও স্থির(মশার নিজস্ব গতিতে)। সুতরাং মাটিতে যেমনভাবে মশা আপনাকে কামড়াতে পারবে, চলন্ত বাসেও মশা আপনারে সেভাবেই কামড়াতে পারার কথা। চলন্ত বাসে বাসের সাপাক্ষে বাসের ভিতরের সব কিছুই স্থির থাকে যদি না বাহ্যিক কোন শক্তি ব্যাঘাত না ঘটায়।
মশা মূলত চলন্ত বাসে প্রবেশ করতে পারে না, বাসের ভেতরে যে মশাগুলো থাকে তা বাস ছাড়ার পূর্বেই সেখানে প্রবেশ করে।
তথ্যসূত্রঃ Google + নিজ মতামত