গতির জড়তা হচ্ছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা । চলন্ত বাস থেকে নামার সময় এই গতির জড়তা কাজ করে। যেহেতু বাংলাদেশের বাসের দরজা গুলো বাম দিকে থাকে, তাই বাম দিক দিয়ে নামার সময় আমরা যদি ডান পা আগে দিই তাহলে চলন্ত গাড়ির গতির জড়তার কারণে আমাদের পুরো শরীর ডান দিকে হেলে পড়ে। ডান পাশে কোন সাপোর্ট না থাকায় মাটিতে পড়ে যেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে । তাই বাস থেকে নামার সময় আমরা যদি বাম পা আগে দিয়ে নামি তাহলে গতির জড়তার সাথে আমাদের শরীর ডান দিকে হেলে পড়লে আমরা ডান পা দিয়ে জরতাকে সামলে নিতে পারি । এ কারণেই বাস থেকে নামার সময় বাম পা দিয়ে নামতে হয় ।