মোশন সিকনেসের কারণে হয়, তবে বেশিরভাগই হয় গাড়ির ভেতরের দুর্গন্ধ, সিট কভারের রেক্সিনের গন্ধ, গুমোট ভাবের কারণে।
ছোট, খোলামেলা বাসে, যেসব গাড়িতে যথেষ্ট বাতাস চলাচল করে এমন গাড়িতে, জানালা খোলা রাখলে, সামনের সিটে বসলে, ট্রেনের বগি খোলামেলা হওয়ার কারণে বমি হয়না বললেই চলে।