জ্বীন জাতির অস্তিত্বের স্বপক্ষে কোন নীরিক্ষামূলক প্রমাণ নাই।
এই বিষয়ে বিজ্ঞান এবং বিজ্ঞানমনস্ক মানুষজন একটা শব্দই ব্যবহার করেন, 'ভূয়া'।
কেউ কেউ অবশ্য ভাঁওতাবাজি, জোচ্চুরি, বাটপারি, ভণ্ডামি এসব শব্দও প্রয়োগ করেন।
আর বিজ্ঞান নিয়ে সিলেবাস মুখস্ত করা পণ্ডিতবর্গের কেউ কেউ একটা শেক্সপিয়ারের নাটকের একটা বাক্য ব্যবহার করে, 'স্বর্গ আর মর্ত্যের মাঝে অনেক অজানা(অলৌকিক) রহস্যই রয়েছে'।
বিজ্ঞান হল পরীক্ষা থেকে সত্য হিসেবে প্রমাণ হওয়া জ্ঞান। এখানে বিশ্বাসের কোন স্থান নেই। 'কালো যাদু' যে সত্য তা কেউ প্রমাণ করতে পারেনি। বার বার ভূয়া হিসেবে প্রমাণিত হয়েছে। কেউই এর সত্যতার প্রমাণ দিতে পারেনি।