এটি আপনার অভ্যাস গত হতে পারে।এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।আমি প্রতিনিয়ত একটি কাজ করলে সেটি অভ্যাসে পরিণত হতে থাকে এই কারণে এটি হয়ে থাকে।
তবেঃনাভির যন্ত সম্পর্কে জেনে নিতে পারেন-
নাভিকে বলা হয় শরীরের কেন্দ্রবিন্দু। নাভি কেবল পেটের ওপর একটি ছোট্ট বিন্দু নয়, বরং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সমাধানে সক্ষম। কিন্তু নাভিতে খুব তাড়াতাড়ি ময়লা জমে। যদিও আমরা সারা শরীরের যত্ন নিলেও নাভির কথা বেমালুম ভুলে যাই। তাই তো নাভিতে নিয়ম করে পরিষ্কার রাখাটাই বুদ্ধিমানের কাজ। এ ক্ষেত্রে একটি ছোট তুলায় কয়েক ফোঁটা তেল নিয়ে নাভিতে ব্যবহার করতে পারেন। নিয়মিত এমন অভ্যাস করলে নাভিতে জমে থাকা ময়লা এবং মৃত কোষের স্থির ধুয়ে যায়। তবে খুব জোরে নাভিতে তুলা ঘষবেন না। এতে আপনি ব্যথা পেতে পারেন। তাই আলতো চাপ দিয়ে নাভি পরিষ্কার করাই সব চেয়ে ভালো উপায়।