প্রসাব শেষ করার পরেও মূত্রনালীর পেশির চাপের কারণে মূত্রনালীতে সামান্য পরিমাণ প্রসাব আটকে থাকে। উঠে দাড়ালেই অবশিষ্ট আটকে থাকা কয়েক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসে, প্যান্টে পরে বা অপবিত্র হয়ে যায়। একজন্যই অনেকেই পেনিস টিস্যু পেপার দিয়ে ধরে উঠাবসা করে বা হাঁটাহাঁটি করে যেন অবশিষ্ট মুত্র বেরিয়ে আসে, টিস্যুর সাহায্য মুছে নেয়।