ভারতীয় মুদ্রা বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে পরিচিত। ইংরজীতে রুপি, হিন্দিতে রুপাইয়া, উডিয়াতে টংকা, তামিলে রুবা, বাংলাতে টাকা ইত্যাদি। খেয়াল করলে গুগলে দেখবেন ভারতীয় দশ টাকা নোটে ১৫ টা ভাষায় ওই গুলোই লেখা আছে। সুতরাং রুপি কে টাকা বললে কোনো অসুবিধা নাই।