সংস্কৃত শব্দ টঙ্ক যার অর্থ রৌপ্যমুদ্রা, থেকে এসেছে টাকা। আগে যেকোনো ধরনের মুদ্রা বা ধাতব মুদ্রা বুঝাতে টাকা শব্দটির প্রচলন ছিল।
বঙ্গ রাজ্যে সবসময় টাকা শব্দটি যেকোনো মুদ্রা বা ধাতব মুদ্রাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে টাকা শব্দটি ব্যবহার করে থাকে।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ঠা মার্চ বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা দেয়া হয়।