টাকা শব্দ টা এসেছে সংস্কৃত শব্দ টংকা থেকে, যার অর্থ রৌপ্য মুদ্রা বিশেষ।
বহু প্রাচীন কাল থেকেই ভারতের এই বিরাট অঞ্চলের মানুষ টাকা নামেই মুদ্রাকে চেনে। ভারত ভাগ হওয়ার পরেও পশ্চিমবঙ্গ ত্রিপুরা ইত্যাদি রাজ্য এখনও এই শব্দের প্রচলন আছে। এছাড়াও ভারতীয় টাকা ভারতের বিভিন্ন অঞ্চলেরভাষায় বিভিন্ন নামে পরিচিত।
ইংরেজি - Rupee (রুপি)
হিন্দি - रुपया (রুপায়া)
অসমীয়া - টকা
বাংলা - টাকা
গুজরাতি - રૂપિયો (রুপিয়ো)
কন্নড় - ರೂಪಾಯಿ (রুপাই)
কাশ্মীরি - روپے (রপ্যিহ্)
কোঙ্কণী - रुपया (রুপয়া)
মালয়ালম - രൂപ (রূপা)
মারাঠি - रुपये (রুপায়ে)
নেপালি - रुपियाँ (রুপিয়াঁ)
ওড়িয়া - ଟଙ୍କା (টঙ্কা)
পাঞ্জাবি - ਰੁਪਈਆ (রুপিয়া)
সংস্কৃত - रूप्यकम् (রুপ্যকম্)
তামিল - ரூபாய் (রুবাই)
তেলুগু - రూపాయి (রুপাই)
উর্দু - روپیہ (রূপয়া)
ভারতীয় নোটের এক সাইডে দেশের 17টি সরকারি ভাষায় মুদ্রার অঙ্কটি লিখিত থাকে।