গত বছর ফেসবুকের মাদার কোম্পানির নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখা হয়! একসময় ‘মেটা’ ছিল বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান, অথচ অল্প কিছু সময়ের ব্যবধানেই মেটা নেমে এসেছে ১১তম অবস্থানে! এত বড়ো একটি প্রতিষ্ঠান এরূপ হঠাৎ পতনের কারণ কী? একসময় মেটার মার্কেট ভ্যালু ছিল প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার, অথচ অল্প কিছু সময়ের মধ্যেই তা ৫০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পরিমাণে কমে গিয়েছে! যার ফলে মেটা হারিয়েছে টপ টেনে তাদের অবস্থান, এবং Tesla Inc. দখল করে নিয়ে মেটার অবস্থান! কেন মেটার এই পতন হলো?
বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক! গত ১৮ বছরের ইতিহাসে এই প্রথম ফেসবুক সর্বোচ্চ সংখ্যক সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে! যা ফেসবুককে ঠেলে দিয়েছে ক্ষতির মুখে। ফেসবুক ব্যবহারকারী যেমন কমছে, তেমনি বাড়ছে ফেসবুকের প্রতিদ্বন্দী সাইটগুলোর ব্যবহারকারী সংখ্যা! তবে, এতে করে প্রতিদ্বন্দী সাইটগুলো যে খুশি হচ্ছে, তা নিশ্চয় অনুমানযোগ্য! চলুন জেনে নেওয়া যাক মেটার এই ক্রমশ পতনের কারণ।
১. টিকটকের আধিপত্য:
ভিডিয়ো শেয়ারিং সাইট টিকটক বর্তমানে সারা বিশ্বে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং উল্লেখযোগ্য হারে বাড়ছে টিকটক ব্যবহারকারীর সংখ্যা! ফেসবুক ব্যবহারকারীদের একটি বড়ো অংশ হচ্ছে কিশোর-কিশোরী। কিন্তু বর্তমানে বেশিরভাগ কিশোর-কিশোরী টিকটকের দিকে ঝুঁকছে, যার ফলে দিন দিন ব্যবহারকারী হারাচ্ছে মেটা! বর্তমানে টিকটককে মেটার অন্যতম প্রতিদ্বন্দী ধরা হচ্ছে!
২. তরুণ প্রজন্ম আগ্রহ হারাচ্ছে:
বর্তমানে অনেক তরুণ-তরুণীই ফেসবুককে পুরনো প্রজন্মের মনে করছেন যা অনেকের কাছেই একঘেয়ে লাগছে। অনেকেই আসক্ত ভিডিয়ো গেইমে! এই গেইমগুলোতেও বন্ধুদের সাথে আলাপ করার ব্যবস্থা থাকে। এছাড়াও কিশোর-কিশোরীরা বর্তমানে ফেসবুকের তুলনায় ফোর্টনাইট বা রবলক্সের মতো গেইম কিংবা ডিসকর্ডে বেশি সময় দিচ্ছে! আবার বাজারে নিত্য-নতুন সামাজিক যোগাযোগ সাইট আসছে, ফলে নতুনত্বের স্বাদ নেওয়ার জন্য অনেকেই ফেসবুক ব্যবহার করা বন্ধ করছেন!
৩. ফেসবুকের মডারেশনের অভাব:
যথাযত মডারেশনের অভাব থাকায় দিন দিন ফেসবুকে কু-রুচিপূর্ণ, অশ্লীল এবং ক্রিঞ্জ কন্টেন্টে ভরে যাচ্ছে! ফলে ফেসবুক অনেকের জন্যই হয়ে উঠছে বিরক্তি জায়গা। ফলে অনেকেই ফেসবুক ছেড়ে টুইটারের মতো যোগাযোগ মাধ্যমে মুভ করছেন!
৪. অ্যাপলের সুরক্ষানীতি বাড়ানো:
সম্প্রতি অ্যাপল তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের প্রাইভেসি আরো উন্নত করেছে! ফলে কোনো অ্যাপ্লিকেশন সহজে ব্যবহারকারীদের তথ্য নিতে পারবে না এবং ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাতে পারবে না! অ্যাপলের এই প্রাইভেসি আপডেটের কারণে মেটার প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে!
৫. ইন্টারনেটের মূল্য বৃদ্ধি:
‘ভারত’ ফেসবুকের অন্যতম বড়ো একটি বাজার! সম্প্রতি ভারতে ইন্টারনেটের দামের ওপর ২৫% ভ্যাট আরোপ করেছে! মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য ইন্টারনেটের খরচ বহন করা কষ্টকর হয়ে পড়েছে, এর কারণেও ফেসবুক ব্যবহারকারী হারাচ্ছে বলে অনেকে মনে করছেন! তবে, বাংলাদেশেও ইন্টারনেটের দাম অনেকটাই বেড়েছে! তবে ‘ফ্রি ফেসবুক’ সুবিধা থাকায় এদেশে ফেসবুকের ব্যবহারকারীতে খুব একটা প্রভাব পড়েনি!
মেটার এই ক্রমশ পতন নিঃসন্দেহে উদ্বেগজনক! তবে কি এতবছর একচেটিয়া বাজার দখলকারী ফেসবুকের দিন ফুরোচ্ছে?
-হায়াত মোহাম্মাদ ইমরান আরাফাত
সোর্স:
১।
https://www.google.com/amp/s/www.makeuseof.com/why-facebook-is-losing-users/amp/
২।
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.nytimes.com/2022/02/03/technology/facebook-meta-challenges.amp.html&ved=2ahUKEwiOycakspH2AhXHTmwGHcHgASUQFnoECCUQAQ&usg=AOvVaw1qIf-b7LSWhMGKqIblrFg_
৩।
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://finance.yahoo.com/amphtml/news/meta-platforms-falls-ranks-10-211552189.html&ved=2ahUKEwjkitP1r5H2AhWfSGwGHR5QC0EQFnoECE4QAQ&usg=AOvVaw1Uzf5Z9FU1n12n_yQKhpfz