সুবিধাসমূহ :
প্রতিদিন সকালবেলা উঠে নোটিফিকেশন চেক করতে হবে না।
পরের মাসের প্রোফাইল পিকচার কী হবে সেটা নিয়ে ভেবে মরতে হবে না।
হাস্যকর সব স্ট্যাটাস দিয়ে ফলোয়ারদের বিনোদনের ব্যবস্থা করতে হবে না।
"অমুকের ফলোয়ার ওতো", "তমুকের ফ্রেন্ড ওতো" - এসব না ভাবলেও চলবে।
সোশ্যাল মিডিয়ায় ক্রাশ খাওয়ার মতো ঝামেলার ব্যাপার থেকে বেঁচে যাবেন।
কোনো অনুষ্ঠানে গেলে সবকিছু ছেড়ে ফেসবুকে পোস্ট করার জন্য সেলফি তুলে মরতে হবে না, আরামসে খানাপিনা করতে পারবেন।
ঘুমানোতে অধিক সময় ব্যয় করতে পারবেন।
নিজেকে অন্যরকম লাগবে।

অসুবিধাসমূহ : (সুবিধার সাথে অসুবিধা বোনাস)
বন্ধুমহলে "আউটডেটেড" হিসেবে বিশেষ পরিচিতি লাভ করবেন।
"ভাইরাল" হওয়া কিছু নিয়ে কেউ আলাপ করতে শুরু করলে মূর্খের মতো তাকিয়ে থাকা ছাড়া আপনার কিছু করার থাকবে না।
অর্ধপরিচিত বা নতুন পরিচিত কেউ ফেসবুক আইডি চাইলে লজ্জায় লাল হয়ে যাবেন।
দূরের আত্মীয়দের সাথে সম্পর্ক শিথিল হবে।
অনেকেই অসামাজিক ভাববে। তাদের কাছে তেমন পাত্তা পাবেন না।
কোথাও গেলে যখন সবাই ফেসবুকে ডুব মারবে তখন আপনার কিছু করার থাকবে না।
অনেক পুরোনো বন্ধুর মেমোরি থেকে মুছে যাবেন।
কারো মোবাইল নম্বর না থাকলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা কঠিন হয়ে যাবে।
সংগৃহীত