ফেসবুক একটি ফ্রি সাইট। ফেসবুক মূলত অ্যাড স্পন্সরের মাধ্যমে আয় করে। আমরা ফেসবুকে বিভিন্ন কোম্পানির অ্যাড দেখে থাকি। সেই-সব অ্যাডের জন্য ফেসবুক কর্তৃপক্ষকে কোম্পানিগুলো পে করে থাকে।
ইউটিউবের ক্ষেত্রেও তাই। অ্যাড স্পন্সরের মাধ্যমে ইউটিউব কতৃপক্ষ আয় করে থাকে। এছাড়াও ‘ইউটিউব প্রো’-এর সাবক্রিপশন বিক্রির মাধ্যমেও ইউটিউব আয় করে থাকে।
এগুলো হচ্ছে ফেসবুক-ইউটিউবের আয় করার বেসিক মাধ্যম।
এখন অনেক সোশ্যাল সাইট গ্রাহকদের তথ্য বিক্রি করে থাকে। সেখান থেকেও তাদের বড়ো অংকের উপার্জন হয়! তবে আদতে এসব সোশ্যাল নেটওয়ার্কিং কী কী মাধ্যমে আয় করে তা তারাই বিস্তারিত এবং সুস্পষ্টভাবে জানে।