যদিও বুধ সূর্যের কাছাকাছি, কিন্তু শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ।এর ঘন বায়ুমণ্ডল গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ।এছাড়া এতে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে।তাই বায়ুমণ্ডল অধিক পরিমাণ তাপকে আটকে রাখে।
অপরদিকে বুধের বায়ুমন্ডল খুবই পাতলা,যা কেবল হাইড্রোজেন,হিলিয়াম,অক্সিজেন,পটাশিয়াম,জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা গঠিত।
শুক্রের তাপমাত্রা প্রায় ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস এবং বুধের প্রায় ১৬৭ ডিগ্রি সেলসিয়াস।
তথ্যসূত্রঃ নাসা