সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা গড়ে প্রায় ৬০০০ ডিগ্রী সেলসিয়াস, কিন্তু কেন্দ্রের তাপমাত্রা ১৫ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস। তাই পৃথিবীর তাপমাত্রা আর সূর্যের তাপমাত্রা সমান, এটি বলা সম্পূর্ণ সঠিক না।
প্রথমত, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে। তাপ হলো শক্তি আর তাপমাত্রা হলো কোনোকিছু কতটা ঠান্ডা বা গরম তার পরিমাপ। একটা মোমবাতির আগুন আর জ্বলন্ত লাভার তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। কিন্তু লাভা অনেক বেশি শক্তিশালী। কারণ এর তাপশক্তি বেশি। সূর্যের ক্ষেত্রেও একই ব্যাপার।
সূর্যের ভর সৌরজগতের সমগ্র ভরের প্রায় ৯৯.৮ ভাগ। তাই এর তাপশক্তি অনেক অনেক বেশি। যার কারণে তাপমাত্রা কাছাকাছি থাকলেও অন্য গ্রহদের প্রভাব এর ধারের কাছে নেই। এই বিশাল ভর আর শক্তির জন্য সূর্য বহুদূর অবধি প্রভাব বিস্তার করতে পারে।
দ্বিতীয়ত, পৃথিবীর কেন্দ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার কি.মি. দূরে কিন্তু তাপশক্তি সূর্যের তুলনায় নগন্য। এই শক্তির তুলনায় দূরত্ব অনেক বেশি। আর বিভিন্ন স্তর বিভিন্ন কঠিন উপাদানে গঠিত। এই দূরত্ব আর কঠিন উপাদানগুলো উচ্চ তাপমাত্রাকে পৃষ্ঠ অবধি আসতে বাঁধা দেয় । তাই পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা আমরা অনুভব করতে পারিনা। কিন্তু সূর্য ও অন্য গ্রহদের মাঝে শূন্যস্থান থাকায় তাপ বিনা বাঁধায় সহজেই গ্রহগুলোতে আসতে পারে।