আমরা জানি, g=GM/R^2 ।এখানে G হলো মহাকর্ষীয় ধ্রুবক যার মান 6.67×10^-11Nm^2kg^-3। M হলো পৃথিবীর ভর যার মান 5.98×10^24 kg। আর R হলো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাসার্ধের মান বিভিন্ন হয় অর্থাৎ পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধের মান এক নয়। আর তাই g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়।