আহ্নিক গতির জন্য g এর মান পরিবর্তন হয়। কারন g বলতে অভিকর্ষ বলকে বুঝায় অর্থাৎ ভূপৃষ্ঠে কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ। আহ্নিক গতি হলো পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন। এই ঘূর্ণন ভূপৃষ্ঠে সকল বস্তুকণা এবং বায়ুমন্ডল সহ। পৃথিবী যেহেতু অনেকটা গোলক আকৃতির তাই ভূপৃষ্ঠে থাকা বস্তু গুলো একটা বৃত্তাকার গতি প্রাপ্ত হয়(যদিও স্বাভাবিক ভাবে সেটা বুঝার উপায় নেই)। এই গতির ফলে একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। যেহেতু g হল একটি কেন্দ্র মুখি বল তাই আহ্নিক গতির ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী g এর মান কে কমিয়ে দেয়। জানিনা বুঝতে পারছেন কিনা। একটু জটিল করে বলে ফেলছি। এটা আসলে চিত্র হলে অনেক সহজে বুঝানো যায়।- Quora