ধরুন, আপনি এবং আপনার এক বন্ধু দুজন কে একটা দড়ি দিয়ে টানছেন, আপনাদের দূরত্ব ৫ মিটার। দুজন এর এই টানের ফলে যখন দুজন বন্ধু একেবারে কাছে চলে আসবেন তখন আপনাদের দূরত্ব কত হবে? শূন্য তাই তো??
অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
এখানে আপনি হচ্ছেন, আপনি নিজেই বা যেকোনো বস্তু, আপনার বন্ধু হলো পৃথিবী, আর দড়ি হলো অভিকর্ষ বল। দুজনের টান এর ফলে যখন দুজন এই কাছে চলে আসলেন, তখন কোন আকর্ষণ/বল কাজ করবে না বা করার প্রয়োজন নেই। আর বল কাজ না করার ফলে কোন ত্বরণ ও হবে না।