দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারির ( শুষ্ক কোষ) ভিতরের কার্বন বন্ধন গুলো নিষ্ক্রিয় ও দুর্বল হয়ে পরে যার কারণে ইলেকট্রন প্রবাহে ব্যাঘাত ঘটে এবং আমরা মনে করি চার্জ কমে গেছে।আবার এটাকে বাহ্যিকভাবে চাপ ( দাত দিয়ে কামড়িয়ে) প্রয়োগ করলে কার্বন বন্ধন গুলো কিছুটা সক্রিয় হয়।এবং আরো কিছুদিন চলে।
©সাদ্ সাদিক