হ্যাঁ, পারে। সোলার প্যানেলে আলোর কণা ফোটন এসে পড়ে, সেই কণা হতে শক্তি নিয়ে সোলার প্যানেলে থাকা সেমিকন্ডাক্টরের ইলেকট্রন গতি লাভ করে। এক্ষেত্রে আলোর কম্পাংকের উপর ইলেক্ট্রন মুক্ত হওয়া নির্ভর করবে।
তাই সোলার প্যানেল যেকোনো আলো থেকেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। আপনি চাইলে একটি সোলার প্যানেলযুক্ত ক্যালকুলেটরকে ঘরের বৈদ্যুতিক বাতির কাছে নিয়ে দেখতে পারেন।