বাসে/গাড়িতে থাকলে দ্রুত ফোনের চার্জ শেষ হয় কথাটি সত্য। বিশেষ করে বাংলাদেশে স্মার্ট ফোনের ক্ষেত্রে এটা কমন।
কারন:
১. বেশির ভাগ ফোনে auto mode network searching থাকে। যেকারনে সে সবসময় 4G নেটওয়ার্ক খুজবে, না পেলে 3G, না পেলে 2G, এভাবে সারাক্ষন সে চেঞ্জ করতে থাকে এবং খুজতে থাকে। তাই ফোন গরমও হয় অনেকের।
২. মোবাইল ডাটা অন থাকলে, ১নং কারনে আরো দ্রুত শেষ হয়।
৩. জি পি এস অন থাকলে। এবং জিপিস একসেস দেয়া app গুলো হাইবারনেট এ না থাকলে।
৪. accidental touch mode OFF থাকলে।
৫. বাহিরে আলো বেশি থাকায়, ব্রাইটনেস অটো বেড়ে যায় বা আপনি নিজেই বাড়িয়ে দেন।
৬. মোশন সেন্সর অন রেখে কত স্টেপ হাটলাম, কত দূর গেলাম এসব মেপে বেড়ানো।
৭. স্ক্রিন অফ গেসচার অন করে পকেটে মোবাইল রাখা। এতে স্ক্রিন অফ থাকলেও তা কাজ করতে থাকে।
এছড়া আরো কিছু কারন থাকতে পারে।
বেশি দূরে ভ্রমনের ক্ষেত্রে মোবাইল এর চার্জ ধরে রাখার জন্য:
১. সুপার পাওয়ার মোড ব্যাবহার করুন
২. (১ নং না পারলে) জিপিএস, ইন্টারনেট, গেসচার ইত্যাদি অফ করে দিন।
৩. ফোন আসার সম্ভাবনা না থাকলে এরোপ্লেন মোড এ ফোন রাখুন। নেটওয়ার্ক অফ থাকবে, অযথা ব্যাটারী খাবে না।
ক্রেডিট : ফাহিম ফয়সাল সৌরভ