লিফট কী?
লিফট বা এলিভেটর এমন এক ধরনের যান্ত্রিক উত্তলোক ব্যাবস্থা, যার সাহায্যে ভহুতল বাড়ি বা ভবনে মানুষ বা মালপত্র সহজেই ওঠানামা করানো যায়। আধুনিক এলিভেটর বৈদ্যুতিক মটরের সাহায্যে চালানো হয়। পুলি এবং কেবলের দারা এর ভার নিয়ন্ত্রণ করা হয়। কেও কি জানেন এটি কে কারা আবিষ্কার করেন?
বিশাল বিশাল অট্টালিকা নির্মাণের সময় ভারী ওজনের মালপত্র ওপরে ওঠানোর যান্ত্রিক পদ্ধতি সম্ভবত রোমকদের সময় থেকেই প্রচলিত। রোমান ইঞ্জিনিয়ার বিট্রিভিয়াস পোলি খ্রিষ্টজন্মের পূর্বে প্রথম শতাব্দীতে কপিকলের সাহায্যে ভারি মালপত্র ওঠানামার উপযোগী একটি প্লাটফর্ম তৈরী করেন। এটি অবস্য মানুষ বহনের উপযোগী ছিলো না। এই যন্ত্রটি মানুষ, পশু,পানিশক্তির সাহায্যে চালানো হত।
পরবর্তীকালে ১৮০০সালে এই কাজে বাষ্পীয় ইঞ্জিন শক্তি ব্যবহার শুরু হয়। উনবিংশ শতকের প্রথম দিকে পানি শক্তি চালিত লিফটের প্রচলন শুরু হয়। তবে এটিও মানুষ বহনের উপযোগী ছিলো না।
১৮৫৩ সালে এলিসা গ্রেভস ওটিস একটি নিরাপত্তা ব্যবস্থা সংযোগ করে প্রথম এটিকে মানুষ বহনের উপযোগী করেন। ১৮৫৭ সালে নিউইয়র্ক মহানগরীর বিভাগীয় বিপনীতে প্রথম মানুষ যাত্রিবাহি লিফট চালু হয়। বাষ্পীয় ইঞ্জিন চালিত এই লিফট এক মিনিটেরও কম সময়ে পাঁচতলা ভবনে উঠতে সম্ভব হয়েছিল। পরবর্তী তিন দশকে এর প্রভূত উন্নয়ন হয়। ১৮৫৯ সালের পর থেকেই লিফট ব্যাবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৮৫৪ সালে বোতাম টিপে লিফট নিয়ন্ত্রণ শুরু হয়। এরপর লিফটের গঠন ও আকৃতির পরিবর্তন হয়।
নিরাপত্তা, উচ্চতা এবং গতিবেগ সম্পর্কিত সমস্যা দুর হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়াররা কম খরচে অধিক সুবিধা ও আরামের দিকে দৃষ্টি দেন। সল্পকালের মদ্ধ্যেই বহুতল গৃহে অধিক সুরক্ষিত ও আরামদায়ক লিফট বসানো শুরু হয়। প্রতি মিনিটে লিফটের গতিবেগ ৩৬৫ মিটার পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয়। ১৯৫০ সালের পর থেকেই স্বয়ংচালিত লিফটের ব্যাবহার শুরু হয়।
আজকাল ভিন্ন ভিন্ন কাজের উপযোগী ভিন্ন ভিন্ন ধরনের লিফট তৈরি হচ্ছে। মালপত্র ও মানুষ বহন ছাড়াও জাহাজ, বাঁধ নির্মাণ, রকেট উতখেপন ইত্যাদি কাজেও লিফট ব্যবহার করা হয়। এই লিফটগুলো সবই বিদ্যুৎ শক্তির সাহায্যে চালানো হয়। মোটা তার এবং আনুপাতিক ওজন অথবা ড্রামের সাথে যুক্ত ব্যাবস্থা বিদ্যুৎ ও পানি শক্তির স্বমন্বয়ে নিয়ন্ত্রণ করা হয়। স্বল্প গতি সম্পন্ন লিফট A.C. Motor এবং বেশি গতি সম্পন্ন লিফট D.C. Motor এর সাহায্যে চালানো হয়। স্বয়ংচালিত আধুনিক লিফটে নানা ধরণের নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভিন্ন নিরাপত্তা যন্ত্রপাতি লাগানো থাকে। আজকাল লিফটের ভেতরে থাকা অবস্থায় বাইরের দৃশ্য দেখার ব্যবস্থা সম্বলিত লিফট খুবই জনপ্রিয়। ধরনের লিফট প্রথম ব্যবহার করা হয় প্যারিসের আইফেল টাওয়ারে।
শুধু পড়েই মজা পাবেন না যাওয়ার আগে পেজে লাইক দিন।