প্যারাশ্যুট নারকেল তেল খায় না মাথায় দেয়?
প্যারাশ্যুট নারকেল তেল। এটি ভারতের প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারে বহুল ব্যবহৃত 'হেয়ার ওয়েল'। বাংলাদেশেও প্রডাক্টটি অনেক জনপ্রিয়। মারিকো (Marico) নামের একটি কোম্পানি এই তেলটি বাজারজাত করে।
এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো - প্যারাশ্যুট নারকেল তেলের বোতলে কিন্তু কোথাও Hair Oil লেখাটি নেই। কারণ এটি মাথার চুলের জন্যে বিশেষ ভাবে তৈরী করা হয়নি।
খাঁটি নারকেল তেল এমনিতেই চুলের জন্যে ভালো। মারিকো বা প্যারাশ্যুট কোম্পানি খাঁটি নারকেল তেলকে চুলের তেল হিসেবে প্রচার করে এবং তা বাজার জাত করে। তাহলে বোতলের উপরে Hair Oil লিখতে সমস্যা কোথায়? এটাই খুব মজার ব্যাপার। বোতলের সামনের দিকে কিছু লেখা না হলেও পেছনের দিকে কিন্তু Edible Oil(খাবার তেল) লেখা থাকে।
Hair Oil হলো Cosmetic Product। অন্যদিকে Edible Oil হলো Food Product। ভারতে এই এই প্রোডাক্ট Category এর উপর ভিত্তি করে Tax নির্ধারণ করা হয়। Hair Oil এর tax হয় 18%, Edible Oil এর tax হয় 5%।
এখানেই কোম্পানি আসল খেলা দেখিয়েছে। Hair Oil বলে প্রোডাক্টি প্রচার করে, কিন্তু বিক্রি করে Edible Oil Category তে। ভারতীয় ট্যাক্স ডিপার্টমেন্ট যাতে কোনও সমস্যা না করে তাই তেলের বোতলে FSSAI (Food Safety and Standards Authority of India) এর সার্টিফিকেশনও লাগিয়েছে, সাথে সাথে তেলের পুষ্টিগুণও উল্লেখ করা হয়েছে।
তাই আপনি নিশ্চিত মনে প্যারাশ্যুট নারকেল তেল রান্না এবং গায়ে মাখার জন্য ব্যাবহার করতে পারেন।
তথ্যসত্র :
১.
https://marico.com/bangladesh
২.
https://www.dnaindia.com/business/report-marico-gears-up-for-excise-battle-1265211