জলদস্যুদের এক চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,101 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
জলদস্যুদের একচোখ পর্দা দিয়ে ঢাকা থাকে কেন?রা প্রায়ই সিনেমা বা কার্টুনে জলদস্যুদের দেখতে পাই। সিনেমা বা কার্টুনে জলদস্যু চেনির একমাত্র উপায় হলো তাদের একচোখ কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। আমরা হয়ত মনে করি যে তাদের একচোখ হয়ত নষ্ট। কিন্তু সব জলদস্যুদের একচোখ নষ্ট, এইটা কিভাবে সম্ভব? না মোটেও সম্ভব না।

 

এর পিছনেও বিজ্ঞান আছে। এক্ষেত্রে জলদস্যুদের একটা বিরাট বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তার আগে একটা কথা বলি। মনে করেন, অনেকক্ষণ ধরে লোডশেডিং, পুরো গভীর অন্ধকারে অনেকক্ষণ ধরে বসে আছেন। হঠাৎ বিদ্যুৎ আসায় আপনার ঘরের লাইট জ্বলে উঠলো। তো তখন কিন্তু হঠাৎ করেই আপনার দেখতে সমস্যা হবে মানে কিছুক্ষণ ধরে আপনি স্পষ্ট দেখতে পাবেন না। আবার যদি অনেক আলো থেকে অন্ধকারে যান সেক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার ঘটে।

 

আমাদের চোখ কিন্তু দেখার কাজে দক্ষ। মানে আলোতেও দেখতে পায় আবার মোটামুটি অন্ধকারেও দেখতে পায়। আমাদের চোখের কর্নিয়ার কেন্দ্রস্থলে মাংসপেশিযুক্ত মণি বা তারারন্ধ্র থাকে। এটি গোলাকার ছিদ্রপথ। মাংসপেশির সংকোচন ও প্রসারণে তারারন্ধ্র্রের আকার পরিবর্তিত হয়। যেটা চোখের মধ্যে কতটুকু আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে । ঘুটঘুটে অন্ধকারে তারারন্ধ্র সর্বাধিক প্রসারিত এবং তীব্র আলোতে সর্বাধিক সংকুচিত হয়ে থাকে। এই সংকুচিত বা প্রসারিত হতে চোখ কিছুটা সময় নেয়। মানে আলো থেকে হঠাৎ অন্ধকারে গেলে বা অন্ধকার থেকে হঠাৎ করে আলোতে গেলে চোখ আলোর পরিমানের সাথে খাপ খাওয়াতে চোখ বেশ কিছুটা সময় নেয়।

 

কিন্তু জলদস্যুদের যেহেতু সব পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয় তাই চোখকে দেওয়ার মতো এতোটা সময় তাদের নেই। কখন আলো বা কখন অন্ধকারে থাকতে হবে সেটা তারা নিজেরাই জানেনা। তাই তারা একচোখ ঢেকে রাখে। তাদের একচোখ আলোতে অভ্যস্ত রাখে আরেক চোখ অন্ধকারে। যখন সে অন্ধকারে যাবে তখন তার যে চোখ অন্ধকারে অভ্যস্ত ছিল সেই চোখের পট্টি টা খুলে দিবে। তাহলে অন্ধকারের সাথে খাপ খাওয়াতে আর সময় লাগবে না। জলদস্যুদের ইতিহাস কিন্তু অনেক পুরনো। তাই অনেকদিনের অভিজ্ঞতার ফলে তারা এই অসাধারণ উপায় উদ্ভাবন করেছে।
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)

সমুদ্রকেন্দ্রিক কোন সিনেমা মানেই জলদস্যুর উপস্থিতি। ছোটবেলায় সিনবাদ কিংবা পাইরেটস অব ক্যারিয়ান দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া ‍দুষ্কর হয়ে যাবে। জলদস্যু দলের সদস্যদের মধ্যে প্রায়ই দেখা যায় অনেকের একচোখে তাপ্পি বা কাপড় বাধা থাকে। 

 

ছোটবেলায় ভাবতাম তাদের একচোখ হয়তো সিনবাদ নষ্ট করে দিছে, তাই বেধে রেখেছে। আপনিও কি তাই ভাবতেন! বড় হওয়ার পর কি প্রশ্নটি আবার মাথায় এসেছে! কেন নাবিকরা চোখে পটি বেধে রাখতো? কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, পাইরেটসরা একচোখ নষ্ট হওয়ার কারণে চোখে পটি (pirate eye-patches) বাধতো না। 

যেকারণে জলদস্যুরা চোখে তাপ্পি বা কাপড় বেধে রাখতো

জলদস্যুদের (পাইরেটস) এক চোখে তাপ্পি বাধা
ছবি- এক চোখে তাপ্পি বাধা জলদস্যুর (পাইরেটস)

 

 

আমাদের চোখ আলো থেকে অন্থকার কিংবা অন্ধকার থেকে আলোতে গেলে সাথে সাথে মানিয়ে নিতে পারেনা। পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নিতে চোখের কিছুটা সময় প্রয়োজন, একে ডার্ক অ্যাডাপ্টিং (dark adapting) বলা হয়। অধিক আলোক উজ্জ্বল কোন জায়গা থেকে গভীর অন্ধকারে প্রবেশ করলে চোখের অ্যাডাপ্ট করতে মোটামুটি ২৫ মিনিট সময় প্রয়োজন হয়। 

 

একচোখ বেধে রাখলে কিভাবে সুবিধা পেত?

 

আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, আমরা তো দুইচোখে একচোখের চেয়ে বেশি স্পষ্ট দেখতে পাই, যদি এক চোখ নষ্ট নাই হয়ে থাকে তাহলে চোখে কাপড় বেধে রাখার কি দরকার ছিল? 

সমুদ্রে নাবিকরা সবসময়ই চলনশীল অবস্থায় থাকে। সমুদ্রের আবহাওয়া স্থলভাগের চেয়ে অধিক দ্রুত পরিবর্তনশীল। এছাড়াও জাহাজের উপরে যতই আলো থাকুক, ডেক বা তলদেশ অনেকটাই অন্ধকার।

 

একচোখে পটি বা তাপ্পি বাধা রাখা অবস্থায় যখন কোন নাবিক ডেকে যেত তখন যার দুই চোখই খোলা তার চেয়ে অনেক দ্রুত অ্যাডাপ্ট করতে পারতো।

 

তাছাড়া শত্রুদল সমুদ্রের এই আলো অন্ধকার খেলার সুযোগ নেওয়ার চেষ্টা করতো। কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে প্রতিপক্ষকে দূর্বল করে দিতো। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পাইরেটসরা একচোখে তাপ্পি বাঁধতো। 

 

নিজে চেষ্টা করুন

 

আপনি সম্ভবত কথাটি বিশ্বাস করতে পারছেন না। কোন সমস্যা নেই, নিজে নিজেই একটি ছোট পরীক্ষা করে ফেলুন। একদিন একটু রাত করে বাড়ি ফিরুন।

 

বাড়ির কাউকে আপনার ঘরের বাল্ব বন্ধ রাখতে বলবেন, চেষ্টা করবেন ঘরে যেন আলোর কোন সোর্স না থাকে। এবার বাড়িতে পৌছানোর পর এক চোখে হাত দিয়ে বন্ধ করে ঘরে প্রবেশ করুন। 

 

 

এবার চোখ থেকে হাত সরিয়ে নিন। দুই চোখ খোলা রেখে অন্ধকার রুমে প্রবেশের সাথে আজকের এই অভিজ্ঞতার তুলনা করে বলুন তো কোন পরিবর্তন লক্ষ্য করেছেন কি না!

 

আশা করি “কেন জলদস্যুরা চোখে তাপ্পি বা পটি বেধে রাখতো” সে বিষয়ে আপনার আর কোন সন্দেহ নেই।

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

কখনো সে যুদ্ধ জাহাজের উপরের পাটাতনে হত; কখনো জাহাজের ভিতরের 'ডেক' এ হত। ওপরে হলে তো কোন সমস্যা হতো না। কিন্তু জাহাজের ভিতরের 'ডেক' এ যদি সংঘর্ষ হত সেখানে অন্ধকার অবস্থা থাকায় যুদ্ধ করতে সমস্যা হতো। যুদ্ধকালীন এই অন্ধকার অবস্থায় নিজের চোখকে প্রস্তুত রাখার জন্য জলদস্যুরা সর্বদা তাদেরএক চোখ কালো কাপড়ে ঢেকে রাখত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 689 বার দেখা হয়েছে
17 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 257 বার দেখা হয়েছে

10,857 টি প্রশ্ন

18,557 টি উত্তর

4,746 টি মন্তব্য

853,221 জন সদস্য

16 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 16 জন গেস্ট অনলাইনে
  1. sanjay

    240 পয়েন্ট

  2. trendytraders

    120 পয়েন্ট

  3. ok8386blue

    100 পয়েন্ট

  4. 11Uu01org

    100 পয়েন্ট

  5. dongphuccongtybonmua

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার শব্দ দুধ উপায় হাত মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে বৈশিষ্ট্য মৃত্যু হলুদ বাংলাদেশ সময় ব্যথা চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...