বিভিন্ন উপাদানের তৈরি তলে কতক্ষন টিকতে পারে তার স্টাডি করা হয়েছে। কার্ডবোর্ডের উপর ২৪ ঘন্টা। প্লাস্টিকের উপর তিন দিন পর্যন্ত।কাগজের নোট হলে তার উপরিতলে কার্ডবোর্ডের সমতুল্য সময় টিকে থাকবে অনুমান করছি। পলিমারের নোট হলে প্লাস্টিকের সমতুল্য। অতএব তিনদিন পর্যন্ত টিকবে। তবে আশার বিষয় হল, একটা পলিমার নোট অ্যালকোহল বা অন্য কোন জীবানু নাশক দ্রবনে চুবিয়ে রাখলেও নষ্ট হবে না। কাজেই কার্যকর ভাবে জীবাণুমুক্ত করা সম্ভব।