হ্যাঁ , এটা অনেকক্ষেত্রেই দেখা যায় যে - অ্যান্টিসেপটিক লিকুইড বা স্যানিটাইজার ৯৯.৯ শতাংশ বা ৯৯.৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম ।

এবার মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে - ১০০ শতাংশ লিখলে সমস্যা কোথায় আর সর্বোপরি ১০০ শতাংশ লিখলে তো বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং তার সাথে বিক্রিও বাড়বে। তবে তারা এমনটা লেখে না কেন ?
প্রথম একটি কারণ অবশ্যই এটা - যদি কোন জীবাণুনাশক সাবান বা লিকুইড ব্যবহারকারী ব্যাক্তি কখন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলা করে তাদের সাবানের জীবাণুনাশ করার ক্ষমতাকে কেন্দ্র করে । তবে প্রস্তুতকারী সংস্থা এই বলে রক্ষা পেতে পারবে যে তারা তো ১০০ শতাংশ নিশ্চয়তা দেয়নি । তবে কিছু জীবাণু যদি সাবানটি ব্যবহার করার পরও রয়ে যায় তবে সেটা সংস্থার কোন দোষ নেই । তারা এটির মাধ্যমে তাদের সংস্থার সততা বজায় রাখতে পারবে ।
তবে দ্বিতীয় কারণটিই বেশি গুরুত্বপূর্ণ -
যেকোনো জীবাণুনাশক সাবান প্রস্তুতকারী সংস্থাকে বাজারে কোন নতুন জীবাণুনাশক সাবান বা লিকুইড বিক্রয় করার পূর্বে EPA ( Environment Protection Agency ) -এর ছাড়পত্র গ্রহণ করতে হয় । ই পি এ -এর নিয়মানুযায়ী কোন জীবাণুনাশক সাবানের জীবাণু নাশ করার ক্ষমতা প্রকাশ করতে হবে তার লগ রিডাকশান মানের মাধ্যমে ।