মহাকাশের শূন্যস্থান কৃত্রিম ভাবে সৃষ্ট নয়, সেটি শূন্যস্থান বলার চেয়ে আমি বায়ু শূন্যস্থান বলতে বেশি সচ্ছন্দ বোধ করবো। মহাকাশের উপর বাহ্যিক কোনো চাপ নেই তাই তার টেনে নেয়ার প্রবণতা নেই। অন্যদিকে পৃথিবীর নিজস্ব অভিকর্ষজ বলের কারণে পৃথিবীর চারপাশের বায়বীয় বলয় পৃথিবীকে আবৃত করে রেখেছে।