পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়া মানে পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরলরেখায় থাকবে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করবে।
আর এখানে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করবে। সেক্ষেত্রে বলা যায় চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়েছে। এটিকে আসলে সূর্যগ্রহণ বলা হয়।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় । এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। -উইকিপিডিয়া
সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করা বস্তুটির (চাঁদ বা পৃথিবী) কারণে অন্য একটি বস্তুকে (সূর্য বা চাঁদ) পৃথিবী থেকে দেখা যায় না। আর দেখতে না পাওয়া বস্তুর নামের পরে গ্রহণ বসিয়ে নামকরণ করা হয়েছে।
এই নামগুলো মানবজাতির দেওয়া নাম। আর তারা সবাই পৃথিবীর অধিবাসী। তাই পৃথিবীতে থেকে পৃথিবীকে দেখার প্রশ্নও ওঠেনা। তাই এরকম নাম দেওয়া হয়নি।
- নিজস্ব গবেষণা