পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে যখন উচ্চ গতি নিয়ে কোন মহাজাগতিক বস্তু প্রবেশ করে, তখন নিশ্চিত রূপে বায়ু , মহাজাগতিক বস্তুটির গতির ওপর বাধা দেবে।
এই বাধার ফলে মহাজাগতিক বস্তুতে তাপের উদ্ভব হবে। এবার উচ্চ গতির জন্য তাপের উদ্ভবটাও বেশি হবে। উচ্চ তাপের জন্য মহাজাগতিক বস্তুটি আগুনে জ্বলে উঠা স্বাভাবিক। ফলে মহাজাগতিক বস্তু পৃথিবীর পৃষ্ঠে আসার আগেই ভস্মীভূত হয়ে যায়।