আমরা সবাই জানি পৃথিবী সম্পূর্ন গোলাকার নয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে উত্তর-দক্ষিণে একটু চাপা। কিন্তু এই চাপার পরিমাণ কতটুকু? পৃথিবীর গড় ব্যাস ১২,৭৪২ কিমি। সেখানে উত্তর-দক্ষিণে চাপার পরিমান মাত্র ২১.৫ কিলোমিটার! বিষুবীয় অঞ্চলে প্রায় একই পরিমাণ, মানে ২১ কিলোমিটার বেশি চওড়া। ১২,৭৪২ কিলোমিটার এর তুলনায় ২১ কিলোমিটার চোখে পরার মত কিছু না, তাই মহাকাশ থেকে পৃথিবীকে সম্পূর্ণ গোলাকার লাগে।