রক্ত দান করতে যেসব সক্ষমতা থাকতে হবে
১)বয়স ১৮ বছর এর বেশি কিন্ত ৬০ বছর বয়সের কম হতে হবে
২)ওজন ৪৫ কেজির বেশি হতে হবে
৩)পূর্বে রক্ত দিলে পরবর্তীতে রক্ত দান করতে কমপক্ষে ৪ মাস অপেক্ষা করতে হবে।তবে শুধু মাত্র অণুচক্রিকা দান করলে তা ব্যতিক্রম
৪)দীর্ঘমেয়াদী রোগ যেমন ক্যান্সার, ডায়বেটিস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত থাকলে রক্ত দান করা যাবে না
৫) এন্টিবায়োটিক ইঞ্জেকশন গ্রহণের পর ছয় মাসের মধ্যে রক্ত দান করা যাবে না।