ম্যালেরিয়া মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশা-বাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা (এক ধরনের অণুজীব)।
ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেহে জীবাণুর সংখ্যা অসম্ভব ভাবে বেড়ে গেলে দ্রুত রক্তে লোহিত রক্ত কণিকা ভাঙতে থাকে, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। যকৃত বড় হয় ও সংক্রমিত হয়। প্লীহা, মস্তিষ্ক আক্রান্ত হয়। রোগী সুস্থ হয়ে গেলেও রক্তে প্রোটিস্টা অনুজীব থাকতে পারে। সেই আশংকায় ৩/৪ বছর , কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় রক্তদান থেকে বিরত রাখা হয়