বহির্বিশ্বে টেস্টটিউব বেবির পেছনে অনেক টাকার খরচা যায় বিধায় নিঃসন্তান দম্পতি বা এ প্রকার নারীরা শুক্রাণুদাতা খুঁজে বেড়ায়, এমন কি প্রচার মাধ্যমে এড দিয়ে হলেও। আমাদের দেশে এরকম হয়েছে বলে কোনো খবর আজো জানা যায় নি। এটি একটি স্বাভাবিক সেন্সের বিষয়ও বটে যে যার তার শুক্রাণু নারীগর্ভে ধারণ করা ইসলাম অনুমোদন করে না। যেহেতু সন্তান ধারণ ও জন্মদানের বিষয়টি বৈধ বৈবাহিক সম্পর্কের সামাজিক ও ধর্মীয় স্বীকৃতির বিষয়। অন্যধর্মে বৈধতা থাকলেও থাকতে পারে। কিন্তু বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সেহেতু এমনটা আশা করা আমার মতে ঠিক হবে না। তারপরও যার যার মত, তার তার পথ। সরকারীভাবে এরকম বৈধতার কথা আমার জানা মতে নেই। সময়ের প্রয়োজনে অদূর ভবিষ্যতে হলেও হতে পারে আইন পাশ করিয়ে নিয়ে।