বিভিন্ন সময়, কাজে ও স্থানে দিক নির্ণয়ের গুরুত্ব অপরিসীম। তাই এসব দিক জানা থাকাটা অত্যন্ত জরুরি।
পৃথিবীতে প্রধান চারটি দিক (কোণ) আছে অর্থাৎ যেগুলো আমরা সকলেই জানি- পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ।
এছাড়াও বাকি আরও ছয়টা দিক আছে যা সবার কাছে পরিচিত নয়, সেগুলো হলঃ ঈশাণ, অগ্নি, নৈঋত, বায়ু, উর্দ্ধ এবং অধঃ।
বাংলা দশ দিকের নামঃ
১। পূর্ব,
২। পশ্চিম,
৩। উত্তর,
৪। দক্ষিণ,
৫। উত্তর-পূর্ব বা ঈশাণ,
৬। দক্ষিণ-পূর্ব বা অগ্নি,
৭। দক্ষিণ-পশ্চিম বা নৈঋত,
৮। উত্তর-পশ্চিম বা বায়ু,
৯। আকাশ বা উর্দ্ধ এবং
১০। পাতাল বা অধঃ।
#Collected